জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে উপজেলা পর্যায়ে শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন লামচরী আর এন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু সায়েম চৌধুরী।
তিনি ২০১৬ সাল থেকে ওই প্রতিষ্ঠানে সুনামের সাথে শিক্ষকতা করে আসছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে দীর্ঘ দিন ধরে যুক্ত আছেন। উপজেলা পর্যাযয়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহল তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
রায়পুর উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা শিক্ষা অফিসার , একাডেমিক সুপারভাইজারসহ নির্বাচক প্যানেল আবু সায়েম চৌধুরীকে উপজেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসেবে নির্বাচিত করায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানান । তিনি বলেন একটি অর্জনই হলো আত্মতৃপ্তি ও আরো একটু এগিয়ে যাওয়ার মনোবল। তিনি সকলের দোয়া প্রত্যাশা করেন ।