লক্ষ্মীপুরের রায়পুরে ৫১০টি ইয়াবাসহ রাকিবুল হাসান রাকিব (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি পৌর শহরের উত্তর দেনায়েতপুর এলাকার মৌলভী আব্দুল্লাহ সাহেবের বাড়ির (জ্বীনের মসজিদ বাড়ি) আবুল হোসেনের ছেলে।
শুক্রবার রাতে তাঁকে রায়পুর-চাঁদপুর সড়কের গাছিরহাট এলাকা থেকে মোটর সাইকেলসহ আটক করে পুলিশ।
এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) মোঃ এমদাদ বাদী হয়ে রাতে মামলা দায়ের করেন।
ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়। তাঁর বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগে আগের ৭টি মামলা রয়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, ‘রাকিব একজন পেশাদার মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে আগের ৭টি মামলা রয়েছে। তাঁকে শনিবার দুপুরে লক্ষ্মীপুর আদালতে পাঠানো হয়েছে।’