ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে লামচরী আর এন বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক শিক্ষা সফর ও সাংস্কৃৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার (২৮ জানুয়ারী) রায়পুর উপজেলাধীন আলতাফ মাস্টার ঘাট এলাকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ম্যাকসন গ্রুপের চেয়ারম্যান ও ডাঃ আবদুল হক আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ আলী খোকন । বিদ্যালয়ের সভাপতি আলহাজ মোঃ ছিদ্দিক উল্যার সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রায়পুর পৌর সভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট , রায়পুরের সাবেক উপজেলা চেয়ারম্যান মাস্টার আলতাফ হোসেন হাওলাদার, লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য মামুম বিন জাকারিয়া,প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম,রায়পুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক কামরুল ইসলাম রাসেল, রায়পুর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কৌশিক আহাম্মদ সোহেল,৬ নং কেরোয়া ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আরিফুর রহমান, চার শতাধিক শিক্ষার্থী সহ আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবকগন ।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু সায়েম চোধুরীর সঞ্চালনা ও নিদ্দেশনায় দিনব্যাপী এই অনুষ্ঠানে আলোচনা, সাংস্কতিক অনুষ্ঠান , নদীতে ভেসে বেড়ানো, খাওয়া-দাওয়া আর হৈ হুল্লোরের মাঝ দিয়ে সমাপ্ত হয় ।