রায়পুর অফিস: লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা প্রশাসন পাবলিক লাইব্রেরী (গণগ্রন্থাগার), ফিটনেস কাব ও উন্মুক্ত বাজার শেড চালু করা হয়েছে। আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এগুলোর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ।
উপজেলা প্রশাসন উন্মুক্ত বাজার শেডটি সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি বাজারে স্থাপন করা হয়েছে। গণগ্রন্থাগারটি পৌর শহরের সরকারি মার্চ্চেণ্টস একাডেমীর সম্মুখে। এগুলোর উদ্বোধনস্থলে সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাজিয়া পারভিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূরে আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহের নিগার, রায়পুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, সহকারী কমিশনার (ভূমি) রাসেল ইকবাল, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মারুফ বিন জাকারিয়া, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ জালাল কিসমত প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনজন দাশ।