কথক নৃত্যে দেশের সেরা দশে স্থান পেয়েছে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ক্ষুদে শিল্পী সম্পূর্ণা কুরী (৮)। সপ্তম দেশব্যাপী বয়স ও বিষয় ভিত্তিক জাতীয় নৃত্য প্রতিযোগিতায় সে এ পুরস্কার লাভ করে। বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে। গত রোববার ঢাকায় শিল্পকলা একাডেমীতে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হয়।
সম্পূর্ণা কুরী উপজেলা শহরের দেনায়েতপুর এলাকার কুরী বাড়ির সুদেব চন্দ্র কুরী ও লিপি অধিকারীর কন্যা। সে রায়পুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। তাঁর বাবা পেশায় একজন ব্যবসায়ী ও সংবাদকর্মী। মা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
সম্পূর্ণার বাবা সুদেব চন্দ্র কুরী জানান, এ মাসের প্রথম সপ্তাহে জেলা পর্যায়ে কথক নৃত্যে ২৫ জন প্রতিযোগির মধ্যে সম্পূর্ণা প্রথম স্থান অর্জন করে। এরপর ঢাকায় অংশগ্রহণ করে ১৩২জন। তাদের মধ্যে সম্পূর্ণা সেরা দশজনের একজন নির্বাচিত হয়।
মেয়ের কৃতিত্বে আবেগ আপ্লুত মা লিপি অধিকারী বলেন, আমাদের মেয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা করার সুযোগ পেয়েছে এতেই আমরা আনন্দিত। মেয়ের এ সাফল্য তাকে নিয়ে আমাদেরকে আরো বেশি বেশি ভাবতে অনুপ্রেরণা যোগাচ্ছে। আগামি দিনে আরো বড় পরিসরে যাতে মেয়ে নিজের অবস্থান ধরে রাখতে পারে সেজন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
সম্পূর্ণা কুরীর নৃত্য প্রশিক্ষক লক্ষ্মীপুরের লতিকা নৃত্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক শুভ দাস বলেন, আট বছরের সম্পূর্ণার কথক নৃত্যে আমরা অভিভূত। শিক্ষাগুরু হিসেবে এটি আমার জন্য সত্যিই গর্বের বিষয়। তার এ প্রাপ্তি তাকে নিয়ে আমাদের কাজের জায়গাকে আরো বাড়িয়ে দিয়েছে।
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিল্পকলা একাডেমীর সভাপতি অন্্জন দাশ বলেন, উপজেলা থেকে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা করে সেরা দশে থাকতে পারাটা অবশ্যই গর্বের বিষয়। আমি নিজেও তাকে অভিনন্দন জানিয়েছি। সম্পূর্ণনা কুরীর এ কৃতিত্বপূর্ণ সাফল্য অন্যদেরকে আরো উৎসাহিত করবে বলে আমি বিশ্বাস করি।