লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নে অবস্থিত লামচরি আরএন বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ ও সচেতনতামূলক সভা করা হয়েছে। গত রোববার সকালে উপজেলা দুর্নীতি দমন কমিশন এ সভার আয়োজন করে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী ৩ শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মতিন। সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রোটারিয়ান রফিকুল হায়দার চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মারুফ বিন জাকারিয়া, বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ সাইফুল আলম, ইউপি সদস্য আরিফুর রহমান, স্বাধীনতা শিক্ষক পরিষদের লক্ষ্মীপুর জেলা আহ্বায়ক মাহবুব রশিদ চৌধুরী, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ ছিদ্দিক উল্যাহ, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম, রামগঞ্জ দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এম এ রহিম প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, এলাকাবাসি ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রায়পুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও বিদ্যালয়টির সহকারী শিক্ষক আবু সায়েম চৌধুরী।
বক্তারা বাল্য বিবাহ, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক সচেতনতামূলক বিষয়ে আলোচনা রাখেন। তাঁরা দুর্নীতি প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।