সকল ধরণের অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি এবার মোবাইল অপরাধীদের বিরুদ্ধেও হার্ড লাইনে কাজ করবে লক্ষ্মীপুরের স্থানীয় প্রশাসন। সামাজিক অবক্ষয়মূলক অনাকাঙ্খিত বিভিন্ন কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সচেতনতামূলক কর্মকান্ডে সবার সহযোগিতা চান তারা।
আজ মঙ্গলবার (১০ মে) জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ সহযোগিতা চায় জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।
জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিঙ্কু, পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঈয়া, সদর উপজেলা চেয়ারম্যান একে এম সালাহ উদ্দিন টিপুসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পৌর ও উপজেলা পর্যায়ের জনপ্রতিনিধিরা।
সভায় কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন রোধে স্কুল চলাকালীন শিক্ষার্থীদের বিভিন্ন এলাকায় ঘুরাঘুুরি, আড্ডাবাজি বন্ধে পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিশেষ নজরদারীসহ সচেতনতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করা হয়।