লক্ষ্মীপুরের রায়পুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের নতুন কমিটির পরিচিতি সভা সম্পন্ন হয়েছে। আজ বুধবার (২ জুন) দুপুরে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের নবনির্বাচিত উপজেলা সভাপতি গোলাম কিবরিয়া মঞ্জু। উদ্বোধন করেন জেলা সভাপতি ও বৃহত্তর নোয়াখালীর সমন্বয়কারী মোঃ শামছুল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব নির্বাচিত পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. মারুফ বিন জাকারিয়া, ব্যবসায়ী আকতার হোসেন মিজি প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ডিএইচ দুলাল।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে নবগঠিত রায়পুর উপজেলা কমিটির সদস্যদের গলায় পরিচিতি কার্ড পরিয়ে দেন অতিথিবৃন্দ।