টেকনো ব্র্যান্ডের ক্যামন ১৬ প্রো মোবাইল কিনে লাখপতি বনে গেছেন লক্ষ্মীপুরের রায়পুরের সংবাদকর্মী জুবায়ের হোসেন। সোমবার দুপুরে তিনি কোম্পানী থেকে নগদ এক লক্ষ টাকা প্রাইজমানি জিতেছেন। ওই ব্র্যান্ডের বাংলাদেশের প্রথম ক্রেতা হিসেবে তিনি কুপন বিজয়ী হন। কোম্পানী থেকে এ প্রাইজমানি আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে নিশ্চিত করেছেন কোম্পানীর লক্ষ্মীপুরের বিক্রয় প্রতিনিধি নিলয় নীল।
সংশ্লিষ্টদের সূত্রে জানা যায়, সংবাদকর্মী জুবায়ের মোবাইল কেনার জন্য লক্ষ্মীপুর শহরের এম.কে টেলিকমে যান। কেনার পর একটি কুপন দেওয়া হয়। ওই কুপনটির গোপন কোড কোম্পানীর কাছে মেসেজ করা হলে সেখান থেকে ফিরতি মেসেজে প্রাইজমানির বিষয়টি নিশ্চিত করা হয়। এছাড়াও কোম্পানীর ভেরিফাইড ফেসবুক পেইজেও বিষয়টি প্রকাশ করা হয়। জুবায়ের রায়পুর রিপোটার্স ইউনিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দৈনিক আমার বার্তার রায়পুর উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন।
সংবাদকর্মী জুবায়ের লাখপতি ক্যাম্পেইনের প্রথম বিজয়ী হয়ে উল্লসিত কণ্ঠে বলেন, আমাকে টেকনো মোবাইলের লক্ষ¥ীপুর ড্রিস্টিবিউটর মাধ্যম জানায় খুব শীঘ্রই একলক্ষ টাকা পুরস্কার হস্তান্তর করা হবে।