লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় দু:স্থ, অসহায়, দরিদ্র ও অস্বচ্ছল পরিবার পুনর্বাসন কর্মসূচীর অংশ হিসেবে প্রথম ধাপে ৮টি পরিবারকে গরু প্রদান করা হয়েছে। প্রতিটি গরুর মূল্য ধরা হয়েছে ২৫ হাজার টাকা। এভাবে উপজেলার ১০টি ইউনিয়নে ৮জন করে পর্যায়ক্রমে ৮০টি পরিবারকে একটি করে গরু দেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের বাস্তবায়নে ও গ্রেট ওয়াল সিরামিকের সহযোগিতায় রায়পুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়। ভিক্ষুকমুক্ত দেশ গড়তে জেলা প্রশাসন এ উদ্যোগ বাস্তবায়ন করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধূরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শাহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র হাজী ইসমাইল খোকন, সহকারী কমিশনার (ভূমি) আক্তার জাহান সাথী, ভাইস চেয়ারম্যান মারুফ বিন জাকারিয়া, উত্তর চর আবাবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শহীদ উল্যা বিএসসি, এসআই ইয়াসির আরাফাত প্রমুখ।