স্টাফ রিপোর্টার : আসন্ন লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার আগামী নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন গিয়াস উদ্দিন রুবেল ভাট। এ উপলক্ষ্যে তিনি শনিবার সন্ধ্যায় রায়পুরস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে এক মতবিনিময় সভার আয়োজন করেন। সভায় উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ, প্যানেল মেয়র ও সাংগঠনিক সম্পাদক কাজী নাজমুল কাদের গুলজার, পৌর আওয়ামীলীগের আহ্বায়ক কাজী জামসেদ কবির বাক্কি বিল্লাহ, চেয়ারম্যান সফিক পাঠান, প্রার্থী গিয়াস উদ্দিন রুবেল ভাট প্রমুখ।
রুবেল ভাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হুমায়ুন কবির ভাটের ছেলে। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ছিলেন।
মনোনয়ন প্রত্যাশী রুবেল ভাট বলেন, রায়পুর পৌরসভা একটি প্রথম শ্রেণীর পৌরসভা। অথচ সে হিসেবে এখানে তেমন কোন উন্নয়ন নেই। প্রথম শ্রেণীর পৌরসভার সুযোগ সুবিধা থেকে জনগণ বঞ্চিত। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে নৌকা প্রতীকে নির্বাচন করার সুযোগ দেন তাহলে আমি আশাবাদি জয়লাভ করবো। আমি এ পৌরসভার মানুষদের স্বপ্ন দেখাতে চাই, স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। আমি রায়পুর পৌরসভাকে আলোকিত পৌরসভা হিসেবে গড়তে চাই। পরিকল্পিতভাবে উন্নয়ন কর্মকান্ড করতে চাই।