মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য, রায়পুরের চরপাতার কৃতি সন্তান এবং আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশীদ। সদ্য শেষ হওয়া বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বর্ষীয়ান এই ক্রীড়া সংগঠক।
মঙ্গলবার স্ত্রী জেবুন্নেসা হারুনসহ রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। ১ অক্টোবর করোনা পজিটিভ হন জেবুন্নেসা। আগের দিন হারুনুর রশীদ করোনা পরীক্ষা করালে মঙ্গলবার ফল পজিটিভ আসে।
জাতীয় ক্রীড়া পুরস্কার পাওয়া আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ঐতিহ্যবাহী ক্লাবটির বর্তমান পরিচালক হারুনুর রশীদ বলেছেন, আমার স্ত্রী করোনা পজিটিভ হওয়ায় বাফুফে নির্বাচনের দিন সন্ধ্যায় আমি বাড়ি ফিরে যাই। সোমবার পরীক্ষা করালে আমার রিপোর্ট পজিটিভ আসে। তাই হাসপতালে ভর্তি হই।
হারুনুর রশীদ বাফুফের তিনবারের সাধারণ সম্পাদক এবং টানা চতুর্থবার সদস্য নির্বাচিত হয়েছেন। ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি এএফসির নির্বাহী কমিটির সদস্য ছিলেন।