তিন মাস পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে শনিবার থেকে আমদানি-রফতানি কার্যক্রম আবারও শুরু হয়েছে।
মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভারত ও বাংলাদশে লকডাউনের কবলে পড়ে ২৬ মার্চ থেকে সাতক্ষীরার ভোমরা ও ভারতের ঘোজাডাঙা বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ হয়ে যায়।
শুক্রবার বিকালে শূন্যরেখায় ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও ভারতের ঘোজাডাঙা সিএন্ডএফ অ্যসোসিয়েশনের কর্মকর্তারা এক জরুরি বৈঠক শেষে শনিবার বিকাল ৩টা থেকে আমদানি-রফতানি কার্যক্রম শুরুর ব্যাপারে একমত পোষণ করেন।