নোয়াখালীতে নতুন করে আরও ২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ১ হাজার ৬৮৩ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৪০ জনের। আর সুস্থ হয়েছেন ৬০৫ জন।
রোববার বেলা ১১টায় বিষয়টি নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন, পজিটিভ কোনো ব্যক্তি যেন বাইরে ঘোরাঘুরি করতে না পারে সে জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হবে।
১৮ ও ১৯ জুন যাদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য আবদুল মালেক উকিল মেডিকেল কলেজে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) করোনা ল্যাবে পাঠানো হয়েছিল শনিবার রাতে ২৬ জনের করোনা পজিটিভ আসে। ২৪ ঘণ্টায় দুইটি ল্যাবে স্যাম্পল প্রেরণ ৩৬৩ জনের, ফলাফল এসেছে ৫৭ জনের।
আক্রান্ত ১ হাজার ৬৮৩ জনের মধ্যে বেগমগঞ্জে ৫৮১ জন, সদরে ৫৬১ জন, চাটখিলে ১১০ জন, সোনাইমুড়ীতে ৮৮ জন, কবিরহাটে ১৩৭ জন, কোম্পানীগঞ্জে ৪৪ জন, সেনবাগে ৮৫ জন, হাতিয়া ১২ জন ও সুবর্ণচরে ৬৫ জন।