শরীয়তপুর জেলার বিভিন্ন উপজেলায় গত ২৪ ঘণ্টায় ২ ডাক্তারসহ ১৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে শরীয়তপুর জেলায় শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৫৫ জন।
এর মধ্যে ৪ জন মারা গেছে। এ পর্যন্ত ৬৮ জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া সদর হাসপাতালের আইসোলেশনে ১ জন সন্দেহভাজন রোগীকে ভর্তি রাখা হয়েছে। বাকিদেরকে তাদের নিজ বাড়িতে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
আক্রান্তরা সবাই ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে বাড়ি এসেছে বা ঢাকা ভ্রমণের ইতিহাস রয়েছে। তাদের কারো উপসর্গ নেই।
শরীয়তপুর জেলা স্বাস্থ্য বিভাগের এমওডিসি ডা. আবদুর রশিদ বলেন, নতুন আক্রান্তদের প্রত্যেককে নিবিড় পর্যবেক্ষণে বাড়িতে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ছাড়া ১ জনকে সন্দেহভাজন রোগীকে সদর হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।