নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। গত ২ মাসে এটাই নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
এ ছাড়া নতুন করে আরও ১১৩ জন করোনা শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত জেলায় মোট ৪ হাজার ৬৪৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জেলায় নতুন করে সুস্থ হয়েছেন ১৭৪ জন।
এ দিকে আগামী জুলাই মাসের মধ্যে নারায়ণগঞ্জ করোনা হাসপাতালকে ৫০ শয্যা থেকে সম্পূর্ণ ১৫০ শয্যায় রূপান্তরিত করার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান। পাশাপাশি এ হাসপাতালের পিসিআর ল্যাবে আরও ১টি করোনা পরীক্ষার মেশিন স্থাপন করা হবে বলেও ঘোষণা দেন তিনি।
রোববার বিকাল ৫টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল (কোভিড-১৯ হাসপাতাল)-এর স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা শেষে গণমাধ্যম কর্মীদের কাছে এ সব কথা জানান সেলিম ওসমান এমপি।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, জেলা সিভিল সার্জন ইমতিয়াজ আহম্মেদ, খানপুর ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক গৌতম রায়, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খালেদ হায়দার খান কাজল, নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি তানভীর আহম্মেদ টিটু, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু প্রমুখ।