বিজ্ঞপ্তি: ২৭ মে অগ্রযাত্রা পত্রিকার অনলাইনে ‘জলদস্যু ও বনদস্যু তেলি আবদুর রবের অস্ত্রের ব্যাবসা জমজমাট’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ করেছেন আবদুর রব মাঝি। প্রতিবাদে তিনি বলেন, প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে।
সংবাদটি সম্পুর্ণ বানোয়াট, মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। তাই সংবাদটির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। সমাজের একটি কুচক্রীমহল আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট সংবাদ দাতাকে মিথ্যা, বানোয়াট ও ভুয়া তথ্য প্রদান করে সংবাদটি পরিবেশন করেছে।
প্রতিবেদকের বক্তব্য : তেলি আবদুর রব তার বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। চরের ভুমিহীন, অসহায়, নদীভাঙা পরিবারের উপর চালায় নির্যাতন। সরকারী খাস জমি জবরদখল, চাঁদাবাজি, চুরি, ডাকাতি, ধর্ষন, সন্ত্রাসী, ঘুম, হত্যাসহ জগন্যতম অপরাধমূলক কাজের সাথে জড়িত। ডাকাতি, তৈল চুরি, সাধারণ জেলেদের অপহরণ করে মুক্তিপন আদায় করে থাকেন। তার প্রধান আয়ের উৎস হচ্ছে টাংকী ঘাটসহ অত্র অঞ্চলের মৎস্য ব্যাবসায়ীদের কাছ থেকে তার বাহিনী দ্বারা নগদ টাকা ও মাছ সংগ্রহ করা।
আমি আবদুর রব মাঝি প্রকাশিত ঐ সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আবদুর রব মাঝি
টাংকী ঘাট, রামগতি, লক্ষ্মীপুর।
:: বিজ্ঞাপন ::