মোঃ মাহবুবুল আলম মিন্টু : করোনা পরিস্থিতি মোকাবিলায় পেশাদার সাংবাদিকদের শীর্ষ চার সংগঠনকে আর্থিক সহায়তা প্রদান করেছেন লক্ষীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুল।
সংগঠনগুলো হলো- জাতীয় প্রেসক্লাব, বংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
শনিবার (১৬ মে) সকালে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এই চার সংগঠনের শীর্ষ নেতাদের হাতে চেক তুলে দেন শহিদুল ইসলাম পাপুলর সহধর্মীনী সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম সিআইপি। গণমাধ্যম কর্মীদের পাশে দাঁড়ানোর এসময় সাংবাদিক নেতারা তাকে ধন্যবাদ জানান।
এসময় জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, কোষাধ্যক্ষ শ্যামল দত্ত, বংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মোলা জালাল, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু উপস্থিত ছিলেন।