স্টাফ রিপোর্টার : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলাসহ জেলার চার উপজেলার বিএনপির নির্যাতিত নেতা-কর্মীদের পাশে দাড়িয়েছে জেলা ছাত্রদল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার পক্ষ থেকে বিগত দিনে খুন,গুম,পঙ্গুত্বে শিকার ও নির্যাতিত পরিবারগুলোতে ১লা মে থেকে ৩রা মে পযর্ন্ত ঘরে ঘরে গিয়ে রমজানের উপহার পৌছে দিচ্ছে নেতা-কর্মীরা।
বেসরকারী বিশ^বিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রিয় কমিটির সাবেক যুগ্ন সম্পাদক মোঃ মশিউর রহমান সোহানের সার্বিক সহযোগীতায় রমজানের উপহার নেতাকর্মীদের পরিবারে পৌছে দিচ্ছেন লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,সাবেক সহ-সভাপতি আতিকুর রহমান রিপন,রামগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক এমরান হোসেন রাসেল,সহ-সভাপতি আতিকুর রহমান মাসুদ,সদর উপজেলা ছাত্রদলে আহবায়ক ফারুক হোসেন,নাজমুল হাসান প্রমুখ।
নির্যাতিত নেতা-কর্মীদের পাশে দাড়ানো সম্পার্কে মশিউর রহমান সোহান বলেন, দীর্ঘ কয়েক বছর দল ক্ষমতা না থাকায় জেলার চারটি উপজেলায় দলের নিবেদিত নেতারা নির্যাতনে শিকার হয়েছে। দেশে মহামারিতে কেউ তাদের পাশে না দাড়ানো ছাত্রদল খাদ্য ও ইফতার সামগ্রী পৌছে দিচ্ছে।