ফিরোজ আলম পরশ, রামগতি ::
লক্ষ্মীপুরের রামগতি উপজেলা বাংলা বাজার (মুন্সির হাট) এলাকার হতদরিদ্র সুবিধা বঞ্চিত জনগোষ্ঠির ৩০০ জন ব্যক্তির মাঝে ত্রাণ বিতরণ করেন “জাগ্রত হোক মানবতাবোধ, বিবেকের তাড়নায়” মূল প্রতি প্রাদ্যকে ধারণকারী সংগঠন সদিচ্ছা ফাউন্ডেশন।
আজ শনিবার বেলা ৯ ঘটিকা থেকে দুপুর ২ ঘটিকা পর্যন্ত এলাকার মুন্সির হাট বাজারে প্রতিষ্ঠানের নিজস্ব অফিসে এ ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় হতদরিদ্রদের মাঝে ২ কেজি ছোলা, ১ কেজি খেজুর, ১ কেজি চিনি, ১ কেজি মুড়ি, ১ কেজি পেয়াজ, ১ লিটার তৈল (সয়াবিন), ১ কেজি চিড়া সম্মিলিত ১টি প্যাকেটে প্রদান করা হয়।
উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রেখে উপস্থিত ছিলেন সামাজিক গুরুত্ব ব্যক্তিবর্গ সহ সদিচ্ছা ফাউন্ডেশনের সভাপতি, সোয়েব মাহমুদ বাদল, সহ-সভাপতি পাহাদ রুবেল, সাধাণ সম্পাদক- মিজানুর রহমান, ক্রীড়া সম্পাদক- রেদোয়ান সোহাগ, কোষাদক্ষ্য মুকুল রায়হান প্রমুখ।
এছাড়া সংগঠনের বিভিন্ন দায়িত্বে থাকা আসিফ নেওয়াজ মোমিন উল্ল্যা, মোমিন সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় সদিচ্ছা ফাউন্ডেশনের সভাপতি জানান আমরা করোনা ভাইরাস সংক্রমন কাল থেকেই হতদরিদ্রদের মাঝে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ হ্যান্ড স্যানেটাইজার সামগ্রী সহ বিভিন্ন ভাবে সহায়তা প্রদান করে আসছি। যাহা এই জাতীয় দুর্যোগ ও কান্তিকাল শেষ হওয়া পর্যন্ত আমরা বিভিন্ন ভাবে নিরীহ জনগণকে সহায়তা করে যাব বলে জানান এবং এটি অব্যাহত থাকবে বলে জানান।