ফিরোজ আলম পরশ-রামগতি ::
লক্ষ্মীপুর-০৪ (রামগতি কমলনগর) সংসদ সদস্য মেজর (অবঃ) আবদুল মন্নানের পক্ষ থেকে রবিবার বিকেলে রামগতি উপজেলা নির্বাহী অফিসার আবদুল মোমিন এর নিকট ৪০ পিচ পিপিই হন্তান্তর করেন। মেজর (অবঃ) আবদুল মন্নানের বিশেষ প্রতিনিধি রামগতি পৌর যুবধারার সভাপতি রিপন মাহমুন।
ইউএনও আবদুল মোমিন বলেন এমপি স্যার পি.পিই ও হ্যান্ড স্যানেটাইজার সামগ্রী দিয়ে রামগতির প্রশাসন ও বিভিন্ন স্বাস্থ্যসেবী সংগঠন বিশেষ ভাবে উপকৃত হয়। নিঃসন্দেহ রামগতি বাসি কৃতজ্ঞ থাকবে।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক অবজারভার ও দৈনিক আমাদের নতুন সময় প্রতিকার প্রতিনিধি রিয়াজ মাহমুদ বিনু ও দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকা ও দৈনিক উপকূল প্রতিনিধি পত্রিকার রামগতি প্রতিনিধি ফিরোজ আলশ পরশ প্রমুখ।