অনলাইন ডেস্ক : যেমনটা জানা গিয়েছিল ঠিক তেমনটাই হল। কলকাতার বুকে সন্ধে নামতেই বিয়ের বাজনা বেজে উঠল সৃজিতের দক্ষিণ কলকাতার ফ্ল্যাটে।
লাল জহরকোট এবং কালো পাঞ্জাবিতে এলেন সৃজিত। আর মিথিলা পরলেন লাল রঙের জামদানি শাড়ি। সাজ বিশেষ নয়। কপালে ছোট্ট টিপ। কানে-গলায় মানানসই গয়না।
সৃজিত সকালেই জানিয়েছিলেন, ইন্ডাস্ট্রির কয়েকজনকেই আমন্ত্রণ করেছেন বিয়ের ঘরোয়া অনুষ্ঠানে। সন্ধে হতে না হতেই হাজির হয়ে গিয়েছেন রুদ্রনীল, শ্রীজাতরা। আসার কথা রয়েছে যিশু এবং নীলাঞ্জনারও।